1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে এ এম সায়েদুর রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে

জাহাঙ্গীর আলম বিশ্বাস :
মানিকগঞ্জে এ এম সায়েদুর রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ।

আজ (বৃহস্পতিবার) শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় চার রানে চিরপ্রতিদ্বন্দ্বী
কুলফাগোষ্ঠীকে পরাজিত করে তারা চ্যামম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি বৃষ্টিবিঘ্নিত হওয়ায়
প্যাারাবলা পদ্ধতিতে জয়-পরাজয় নির্ধারণ করা হয়।

টসে জিতে কুলফা একাদশকে ব্যাটিং এ পাঠায় বন্ধু একাদশ। কুলফা গোষ্ঠী নির্ধারিত ২০ ওভারে নয়
উইকেটে সংগ্রহ করে ১২০ রান। দলের পক্ষে রাব্বি সর্বোচ্চ ৩৫ রান এবং আইচ ও মানিক করে ২২ রান
করে। বন্ধু একাদশের সজিব ৩ ইউকেট এবং রাসেল ও সম্রাট নেয় ২টি করে উইকেট।
জবাবে, বন্ধু একাদশ ১৪.১ ওভারে ৩ ইউকেটের বিনিময়ে ৯৩ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ
হয়ে যায়। পরে, প্যারবলা পদ্ধতিতে খেলাটির জয় পরাজয় নির্ধারণ হয়।
চূড়ান্ত খেলায় সেরা খেলোয়ার বিবেচিত হয়েছে বন্ধু একাদশের সজিব এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়ার হয়েছে
একই দলের সোহান।

খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদ দলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ
করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও প্রয়াত এ এম সায়েদুর
রহমানের ছেলে এ এম নাঈমুর রহমান দূর্জয়। এসময় আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক এ এম
নুরুর রহমান দূর্বার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট সাব-কমিটির
আহবায়ক গোলাম ছরোয়ার ছানু, সদস্য-সচিব প্রদীপ শিকদার রিপনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টূর্ণামেন্টে অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় ছয়টি ক্রিকেট দল।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury