আমার নিউজ ডেক্স,
ঘূর্ণিঝড় ‘আসানি’ শক্তি হারিয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে সেখানে ভারি বৃষ্টি হচ্ছে। ভারি বৃষ্টির কারণে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার (১১ মে) সকাল থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাদা জেলায় ভারি বৃষ্টি হচ্ছে।
অন্ধ্র প্রদেশের গুন্টুর, কৃষ্ণা, বিশাখাপত্তম, পশ্চিম ও পূর্ব গোদাবরী জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব জেলারা স্থানীয় কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। তেলেঙ্গানার নালগোন্ডা, সূর্যপেট, ভদ্রদ্রি কোথাগুডেম, খাম্মাম এবং মুলুগু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসানি আবারও দিক পরিবর্তন করতে পারে। এটি বুধবার সন্ধ্যার দিকে বিশাখাপত্তমের কাছ দিয়ে সাগরে বেরিয়ে আসতে পারে। এছাড়া, আসানি আরও দুর্বল হয়ে পড়ে বৃহস্পতিবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।