স্টাফ রিপোর্টার:
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।নানা আয়োজনে র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়। সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার হলে তা কখনো সারে না। কিন্তু এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়।বিশ্বে ২০২১ সালে ৫৩.৭ কোটি মানুষ (প্রতি ১০ জনে ১ জন) ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৪.৩ কোটিতে এবং ২০৪৫ সালে ৭৮.৩ কোটিতে পৌছানোর আশঙ্কা রয়েছে। এজন্য যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই উভয়কেই ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো জানতে হবে এবং নিজেকে সুরক্ষার উদ্যোগ নিতে হবে।