নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার (১৯ নভেম্বর) ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে।
এ নির্বাচনে দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বি পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও।
নির্বাচনী সভা-সমাবেশে দুর্নীতি মোকাবিলা প্রচারণা চালানোর সময় বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম জানান, তিনি দৃঢ়ভাবে আশাবাদী, তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।
আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট প্রদানের আগে বলেন, জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের।
তিনি আরও বলেন,এটি হবে জনগণের বিজয়।
মালয়েশিয়ার প্রায় ২ কোটি ১০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে, নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসলেও সরকারি তহবিল ১-এমডিবি ব্যয়ে ব্যাপক দুর্নীতির কেলেঙ্কারির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়।