নিউজ ডেস্ক:
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে সেনা বাড়াচ্ছে রাশিয়া। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শহরটির দক্ষিণ ও পূর্ব অংশে ইউক্রেনের পাল্টা আক্রমণের ফলে মারিউপোল হুমকির মুখে পড়তে যাচ্ছে। এ অবস্থায় শহরটিতে সেনা বাড়ানো শুরু করেছে রাশিয়া।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। এরপর প্রায় তিন মাস মারিউপোল শহরটি অবরুদ্ধ করে রাখে রুশ সেনারা। তাদের অব্যাহত হামলায় শহরটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।