স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, নানচাং কাউন্টিতে শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
জিমু নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শববাহী একটি দলকে চাপা দিয়েছিল ট্রাকটি।
গং নামের স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, নিহতদের মধ্যে তার স্ত্রী রয়েছে। সে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিল।
দুর্ঘটনার এক ঘণ্টা পর নানচং কাউন্টি পুলিশ একটি সতর্কবার্তা জারি করেছে। তাতে বলা হয়েছে, ওই এলাকায় ঘন কুয়াশা রয়েছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।