৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। জাতীয় জন্মহার প্রতি এক হাজার জনে ৬ দশমিক ৭৭, যা দেশটিতে রেকর্ড।
২০২২ সালে চীনের জনসংখ্যা ছিল ১৪১ কোটি ১৮ লাখ। ২০২১ সালের তুলনায় এই সংখ্যা আট লাখ ৫০ হাজার কম। চীনের জন্মহার বছরের পর বছর ধরে হ্রাস পাচ্ছে। এই প্রবণতাকে ঠেকাতে চীন একাধিক নীতি গ্রহণ করেছে। কিন্তু এক সন্তান নীতি বাতিল করার সাত বছর পরেও দেশটি ‘নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির যুগে’ প্রবেশ করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
মঙ্গলবার পরিসংখ্যান প্রকাশকারী চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২২ সালে জন্মহারও ২০২১ সালের চেয়ে প্রতি হাজারে ৭ দশমিক ৫২ জন কম ছিল।
২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি এক হাজার জনে ১১ দশমিক শূন্য ৬ জন এবং যুক্তরাজ্যে ১০ দশমিক শূন্য ৮ জনের জন্ম রেকর্ড করা হয়েছে। একই বছর ভারতে জন্মহার ছিল ১৬ দশমিক ৪২।
গত বছর চীনে প্রথমবারের মতো জন্মের তুলনায় মৃত্যুও বেড়েছে। দেশটি ১৯৭৬ সাল থেকে সর্বোচ্চ মৃত্যুর হার রেকর্ড করেছে। ওই বছর প্রতি এক হাজার জনে ৭ দশমিক ৩৭ জন মারা গেছে, যা আগের বছরের চেয়ে ৭ দশমিক ১৮ জন বেশি।