1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

বন্দুক হামলা: ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ১৯

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ৩টি গুলির ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ১৯ জন। আর সবগুলো ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।

এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরুতে অনেকগুলো বন্দুক হামলা হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০টি গুলির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury