1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এখনও ভবনে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ধানবাদ ব্যাংক মোড় এলাকার ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, কয়েক দিন আগে এই ব্যাংক মোড়ে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় চিকিৎসক দম্পতি-সহ ৬ জনের। মঙ্গলবার ঠিক তার পাশের একটি বহুতল ভবনে আগুন লাগে। তবে কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

যে বহুতলে আগুন লেগেছে, তার নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। লাশগুলো ধানবাদ মেডিক‌্যাল কলেজে রাখা রয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury