1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৯

  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার সন্ধ্যায় লারিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুই ট্রেনের সংঘর্ষের পর আগুন লেগে যায়। আহতদের উদ্ধার করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

স্থানীয় সংবাদ মাধ‌্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, লাইনচ্যুত বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ১৭টি গাড়ি পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বিবিসি’র খবরে বলা হয়েছে, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেসালোনিকি থেকে আরেকটি মালবাহী ট্রেন আসছিল লারিসার দিকে।

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি ভূমিকম্পের মতো মনে হচ্ছিলো।

থেসালোর আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস বলেন, এটি শক্তিশালী সংঘর্ষ ছিল। এটা ভয়ানক একটি রাত… দৃশ্যটি বর্ণনা করা কঠিন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury