নিউজ ডেস্ক:
সুদানের যুদ্ধরত দুই পক্ষ মঙ্গলবার থেকে নীতিগতভাবে সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুদানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, দুই বাহিনীর মধ্য চলমান সংঘর্ষ বন্ধে তারা মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিল। প্রেসিডেন্ট সালভা কির দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার জন্য দূতদের নাম দেওয়ার ওপর জোর দিয়েছেন। এ ব্যাপারে উভয় পক্ষই সম্মত হয়েছে।
সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ৪ থেকে ১১ মে পর্যন্ত কথিত যুদ্ধবিরতি চুক্তির বিশ্বাসযোগ্যতা এখনও অস্পষ্ট। কারণ এর আগে ঘোষিত ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও উভয় পক্ষ গোলা বর্ষণ করেছে।
এদিকে, মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি বলেছেন, কায়রো সুদানে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংলাপকে সমর্থন দেবে। তবে ‘তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।’
মঙ্গলবার তিনি জানিয়েছেন, সুদানের সেনাপ্রধানের এক জন দূত কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।