1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

পাকিস্তানে সংঘর্ষ: নিহত বেড়ে ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে
নিউজ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে দেশটি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, চলমান এই সহিংসতায় এ পর্যন্ত ৯১ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঞ্জাবে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাদের দিকে সেনাবাহিনী আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই ইসলামাবাদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিতে এগিয়ে আসছে।

এক টুইট বার্তায় পুলিশ আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍েঞ্জারস ও সশস্ত্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন রয়েছে। বিক্ষোভে উসকানিদাতাদের নিবৃত্ত হতে অনুরোধ করা হয়েছে। এছাড়া নারী ও শিশুদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury