স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে
জাতীয় কর্মপরিকল্পনা (২০১৩-২০২৫) এবং তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী’র জেলা কাযালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) মানিকগঞ্জ জেলা শাখা।
শনিবার (৮জুলাই) সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও এনসিটিএফ জেলা শাখার উপদেষ্টা হাসান শিকদার। এনসিটিএফ জেলা শাখার সভাপতি নুসরাত জাহান ইভার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদ। ‘সেভ দ্য চিলড্রেন’ এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ জেলা কমিটির সদস্যসহ মোট ১৭ জন এনসিটিএফ সদস্য এবং জেলা ইয়ুথ মেন্টর গ্রুপের ৫ জন সদস্য অংশগ্রহণ করে।