1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় গুরুত্বরআহত দশম শ্রেণীর ছাত্র তন্ময়

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

মো: মহিদ
মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছে তন্ময়। সে খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
গত রবিবার দুপুর পোনে একটার দিকে এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে তালতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তন্ময় মানিকগঞ্জ উত্তর সেওতা এলাকার জুলফিকার রহমানের ছেলে। বাবা জুলফিকার রহমান মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত তন্ময়ের বাবা জুলফিকার রহমান জানান, সকালে বাড়ী থেকে তালতলা একটি কোচিংয়ে পড়ার জন্য যান। কোচিং ক্লাস শেষে করে বাড়ী ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ জন চাইনিচ কুরাল সহ বিভিন্ন দেশীয় অশ্র নিয়ে আমার ছেলে তন্ময়ের উপর সন্ত্রাসী হামলা চালায়। পরে এক পর্যায়ে আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আমার ছেলের হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও শাস্তি চাই।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury