1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের বহুলীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১ জুন) সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মুক্তারগাতী গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ (২৫) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মৃত জোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা (৫৫)। আহতরা হলেন- জোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী ও বহুলী গ্রামের শাহ আলম। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি সিরাজুল ইসলাম বলেন, শহরের কাঠেরপুল থেকে একটি অটোরিকশা রায়গঞ্জের দিকে যাচ্ছিল। বহুলী এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হন। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury