1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পিঠা উৎসব, ৭ শতাধিক প্রকারের পিঠা স্থান পায় এ উৎসবে মানিকগঞ্জে অসুস্থ বৃদ্ধাকে জবাই করে হত্যা Popüler Bahis Şirketi 1xbet Tr Zaten Türkiye’de Cömert Oranlarla Bukmacherskie Zakłady Sportowe Najlepsze Oferty W Ggbet Sports দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন হবে না: সংস্কার কমিশন প্রধান মানিকগঞ্জে ভাষাশহীদ রফিক স্মৃতি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভাষাশহীদ রফিক স্মৃতি একাডেমি চ্যাম্পিয়ন, গোলড়া ক্রিকেট একাডেমি রানার্সআপ মানিকগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়  মানিকগঞ্জে তনুশ্রী রায় এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে তিন দিন ব্যাপী তারুণ্য মেলা

কোটা সংস্কার আন্দোলনে সিংগাইরের নিহত ২ পরিবারের দাবি তারা নিরপরাধ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানিকগঞ্জের সিংগাইরের নিহত দুইজনই ছিলেন পথচারী। একজন কাজ শেষে ফেরার পথে, অন্যজন কৌতূহলী হয়ে বাসার নিচে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা খানপাড়া গ্রামের মোঃ বাহাদুর খানের ছেলে মোঃ সাদ মাহমুদ খান(১৩) ও তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের শেখ বুদ্ধ এর মেয়ের জামাই ও কুমিল্লা জেলার বাঞ্চারামপুরের মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ তুহিন আহমেদ(২৮)।

নিহত মোঃ সাদ মাহমুদের বাবা মোঃ বাহাদুর খান বলেন, সাভার যাবালে নূর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদ মাহমুদ গত ২০ জুলাই বাসার ছাদে ফুফাতো ভাই মোঃ হাসিবুল (১৩) এর সাথে খেলা করছিলো। সাভার নিউ মার্কেটের দিকে হঠাৎ ধোয়া দেখতে পেয়ে কৌতূহলী হয়ে দেখতে বাসার নিচে রাস্তায় নামলে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় সাদ মাহমুদের গুলি উরুতে গুলি লেগে ঘটনাস্থলেই পড়ে যায়। পথচারীরা ধরাধরি করে হাসপাতালে নেয়ার পথে রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। এ মৃত্যুর জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন তিনি।

নিহতের বোন তাসলিমা খানম নাজনীন বলেন, সাদের বয়স কম। সে এই আন্দোলন কিছুই বুঝে না। বিকেল সাড়ে ৫ টার দিকে ধোয়া দেখে বাসার নিচে নামার পরই তাকে গুলি করে। স্থানীয়দের বরাদ দিয়ে বলেন গুলি করার পর দৌড় না দিলে আবারো গুলি করবে বলে পুলিশ। এসময় আরো একজনকে গুলি করা হয়। তাদের সাহায্য করতে এক রিক্সা চালক এগিয়ে আসলে তাকেও গুলি করে । এই হত্যা কান্ডের সুষ্ঠু বিচার চান। 

ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মাদ্রাসা ছাত্র সাদ নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন এরকম মৃত্যু করো কাম্য না। এটা আসলেই দুঃখ জনক। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

অপরদিকে নিহত তুহিন আহমেদের পরিবার জানান, নারায়ণগঞ্জে রাজ মিস্ত্রির কাজ করতো চাচাতো বোন জামাই তুহিন আহমেদ। গত ১৮ জুলাই বিকেলে কাজ থেকে বাসায় ফেরার পথে চিটাগং রোড ডাচ বাংলা ব্যাংকের কাছে পেটে গুলি বিদ্ধ হয় তুহিন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্ত্রী রিয়া আক্তার(২৪) ও পরিবারকে জানালে এম্বুলেন্স যোগে গ্রামে মানিকগঞ্জের সিংগাইরে পাঠিয়ে দেন তার সহকর্মী। বাড়িতে এনে অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অপারেশন শেষে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। পরে তার মরদেহ সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

তালেবপুর ইউপি চেয়ারম্যান তুহিনের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, সে ইসলামনগর গ্রামের শেখ বুদ্ধর মেয়ে জামাই। জানতে পেরেছি নারায়ণগঞ্জে কাজে গিয়ে আন্দোলনের সময় গুলিতে নিহত হয়েছে। তার ৩ বছর বয়সী একজন ছেলে আছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury