1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জে (পঞ্চম) বাহিনীর বিরুদ্ধে জোর করে বাড়ি দখলের চেষ্টা,ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের সদর উপজেলায় হিজুলী শিববাড়ি শরিফুল ইসলাম (পঞ্চম) এর বিরুদ্ধে জোর করে বাড়ি দখলের চেষ্টা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১৩ আগস্ট মঙ্গলবার এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ও আদালতে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম খান (৭২)।

জানা যায়, দীর্ঘ দিন ধরে আনোয়ারুল ইসলাম খানের ভাই শরিফুল ইসলাম (পঞ্চম) এর সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে পঞ্চম ও তার দুই ছেলে সুমায়েল ম সামী ( হ্যালোবাইক সামী ) ও ছোট ছেলে রুমির নেতৃত্বে ১০-১২ জন লোক আনোয়ারুল ইসলামের বাড়িতে দেশীয় ধারালো অশ্র নিয়ে তান্ডব চালায়।

অভিযুক্ত সামী দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো বলে জানা যায় ।

ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম খান বলেন, আমার ভাই ও তার ছেলেরা দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে হুমকি দিয়ে আসছিলো। পরে তারা আমার বাড়িতে রামধাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় বাড়ির প্রাচীর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় আমার স্ত্রী বাধা দিতে গেলে তার গায়েও হাত তোলে এবং ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে আমি বাধ্য হয়ে গত ৩ সেপ্টেম্বর মামলা করি । সি. আর মামলা নং ৮১১। এই মামলা করার কারনে তারা আমাকে আবারও হুমকি ধামকি দিলে আমি উক্ত জমি নিয়ে গত ১৩ সেপ্টেম্বর ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারায় মামলা করি। পিটিশন মামলা নং-৩৯৭ (মা)/ ২০২৪।


তিনি আরও জানায়, পূর্বে আমাদের মায়ের ইন্তিকালের পর আমরা চার ভাই তাকে জমি দিলে সে বাড়ী করতে পারে অথচ তার নূন্যতম কৃতজ্ঞতা বোধ নেই এবং অন্যায় আচরণের মাধ্যমে সবার মন বিষিয়ে তুলেছে এবং সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । তার সাথে কোন ব্যাপারে কথা বলতে চাইলেই উগ্রভাবে ব্যবহার করে এবং প্রাণ াশে কি প্রান করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।

এবিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে সামি বলেন, আমাদের বিরুদ্ধে জোর করে বাড়ি দখল, ভাংচুর ও প্রাণনাশের হুমকির দেওয়ার অভিযোগ সম্পূর্ন সত্য নয়।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury