স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নাজনীন আক্তার বিউটি ও সমাজ কল্যাণ অফিসার নিতাই কুমার সরকারকে মারধর করে জুতার মালা পরিয়ে জনসম্মুখে প্রদর্শন করেছে এক দল মুখোশধারী দুর্বূত্তরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হিজুলী এলাকায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরের দিকে হাসপাতালের নিজ কক্ষে বসে নাজনীন স্টাফদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় মাস্ক পরিহিত ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত বিউটি ও নিতাইকে মারপিট করে। সেই সঙ্গে নিতাই কুমারকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে দুর্বৃত্তরা। হামলার খবর পেয়ে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ধারণা করা হচ্ছে হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা ও পূর্বের কমিটির সঙ্গে অভ্যন্তরীন দ্বন্দ্বের করণে এই ঘটনাটি ঘটতে পারে।
জেলা প্রশাসক ও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, এই বিষটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতাল এলাকায় পুলিশ সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।