স্টাফ রিপোর্টার:
গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীন এই সিন্নি বিতরনে রয়েছ রোগমুক্তির ইতিহাস। এই বিশ্বাস কে ধারন করে এখনো বহু এলাকায় এ সিন্নি বিতরণ হয় থাকে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে সিন্নি বতরণ করা হয়।
রবিবার বিকেলে মুলজান হাই স্কুল মাঠে সিন্নি বিতরনের আয়োজন করেন এলাকাবাসী। সিন্নি বিতরণ অনুষ্ঠানর নারী পুরুষ সহ বিভিন্ন শ্রণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রাচীন নিয়মে লোকজন মাটিতে বসে কলাপাতায় করে সিন্নি খেয়ছেন। মুলজান গ্রামের মোঃ মোসলেম উদ্দিন বলেন খুব ছোট বেলায় মুরুব্বিদের কাছে শুনেছি বহু আগে এই দেশে কার্তিক মাস এলে মহামারি শুরু হতো। এতে বহু লোক মারা যায়। তখন থেকে দেশের বিভিন্ন গ্রামে চাঁদা তুলে এ সিন্নির প্রচলন হয়। বহু থানে এধরনে নি বিতরণ চালু রেছে। আজ মুলজান গ্রাম ছাড়াও বাগজান চামটা সহ অনেক স্থানে এ ধরনের সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সিন্নি বিতরণ কালে উপস্থিত ছিলেন হামিদুর রহমান খান দিপু মোঃ মোসলেম উদ্দিন,,আজগর আলী,নজরুল ইসলাম,মামুন মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান এ সিন্নি বিতরণ এলাকার ঐতিহ্য।সাধারণ মানুষের মাঝে এ ধরনের সিন্নি বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে।