স্টাফ রিপোর্টার:
“দক্ষ হয়ে বিদেশ যাই অর্থ-সম্মান দুই পাই” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে জেলা অভিবাসন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ মোস্তফা হাবীব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আলফা প্রভা দে, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক ভূবন সাহা, এনপিআ িক ড. ্রকৌশলী োাম্মদ রুক োসেনসহ অনেকে।
এসময় জেলা প্রশাসক বলেন, যারা বিদেশে যায় অনেক সময় দালালের কথা শুনে নিঃস্ব হয়ে যায়। তাই তাদেরকে বেশী বেশী সচেতন করতে হবে এবং দক্ষ হয়ে ও বৈধ পথে বিদেশে গেলে অবশ্যই ভাল থাকা যাবে। এছাড়া জেলা অভিবাসন কমিটির সভায় উপস্থিত সকলকে নানা দিক নির্দেশনাও দেন তিনি।