স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক পদে গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন (৪১ ভোট), নিকটতম প্রতিদ্ব›দ্বী অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন (২৯ ভোট) পেয়েছেন।
গত রবিবার বিকালে নির্বাচন কমিশনার এই ফলাফল ঘোষনা করেন।
অন্যান্য পদে নির্বাচিত হলেন যুগ্ম সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনছার উদ্দিন (৫৪ ভোট) ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল (৫০ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দর্শন বিভাগের প্রভাষক মো: আজিম মিয়া (৬৯ ভোট) ও নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ মোজাফ্ফর হোসেন (৩৫), কোষাধ্যক্ষ পদে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: সুজন মিয়া ( ৫৪ ভোট) ও নিকটতম প্রতিদ্বন্দ্বি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহীনুর রহমান (৫০)।