সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন, সকাল ৮ টায় পতাকা উত্তোলন, মেলা উদ্বোধন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামান শিশির এর সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবিবুর রহমান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম,উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জি.আলহাজ্ব মো.ইউনুস,উপজেলা প্রানী সম্পদ অফিসার মো.রাজেদুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খাঁন বিবক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের বক্তব্য শেষে বীরমুক্তিযোদ্ধার হাতে সন্মাণনা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এ উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠান চলবে।