1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে  মুন্নু মেডিকেল কলেজ  হাসপাতালে ফ্রি চিকিৎসাসেবা প্রদান  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার দেখা হয়েছে

 স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে  মুন্নু মেডিকেল কলেজ  হাসপাতালে  জাতীয় পতাকা উত্তোলন,সাংস্কৃতিক অনুষ্ঠান,  র‌্যালি ও  দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটায়  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ক্যাম্পাসজুড়ে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমীন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ বোরহাব উদ্দিন আহমেদ, হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর ডাঃ জামিলুর রহমানসহ সকল চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

পরে সকাল ৮:২০ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমীন ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। যা বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকে। যেখানে প্রায় তিন হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৮০ জন ডাক্তার ও অনেক নার্স  একার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ছিল।

ডাঃ জুলফিকার জানান, দিবসটি উপলক্ষে পুরো ডিসেম্বর ও জানুয়ারী মাস পর্যন্ত বিভিন্ন পরীক্ষ-নিরিক্ষা ও অপারেশনে বিশেষ ভর্তুকি চলমান থাকবে।

এই বিজয়ের মাসে শীতকালীন রোগব্যাধির গুরুত্ব বিবেচনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন আধুনিক সেবাও চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য: শিশু বিভাগের জন্য আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি, SCANU এবং NICU।

বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) সেবাদান, নাক, কান ও গলা বিভাগের জন্য নতুন অডিওমেট্রি সংযোজন, চক্ষু বিভাগের জন্য সর্বাধুনিক ফ্যাকো মেশিন সংযোজন। এছাড়াও পুরো ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি ও অপারেশন, ফিজিওথেরাপিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ ও মানসম্মত প্রসব নিশ্চিত করতে দক্ষ চিকিৎসকের মাধ্যমে নরমাল ডেলিভারি এবং সিজারেও বিজয়ের এই মাসে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। মাস জুড়ে  স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন হেলথ চেকআপ প্যাকেজ চালু করা হয়েছে, যা রোগীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করবে।

মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের এই উদ্যোগ দেশপ্রেম, মানবসেবা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে।

এছাড়াও বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, খেলাধুলা এবং পুরস্কার বিতরণীরও আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury