স্টাফ রিপোর্টার:
‘‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২৪ উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ ( ১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মনির উজ- জামানের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মাষ্টার, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজেরা খাতুন, যুক্তরাষ্ট্র প্রবাসী বব বাবলু প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বিদেশ গমনের আগে অবশ্যই প্রশিক্ষন নিতে হবে এবং অবশ্যই বৈধ পথে বিদেশে যেতে হবে তাহলে কোন ধরনের সমস্যায় পড়তে হবে না।
পরে সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী/ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।