1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন : কোরআনের সুরে বিমোহিত হাজারো শ্রোতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

পবিত্র কোরআনের হৃদয় কাড়া সূরের মূর্ছনায় বিমোহিত হাজার হাজার কোরআন প্রেমিক শ্রোতা।

সোমবার (২৩ ডিসেম্বর) বাদ মাগরিব মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো ২য় আন্তর্জাতিক ক্বেরাত সন্মেলন ২০২৪।

তাহ্ফিজুল কুরআনিল কারিম মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত এ ক্বেরাত সম্মেলনে মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মাদ মুরাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।

সম্মেলনে পবিত্র কোরআন থেকে মধুর কন্ঠে তেলাওয়াত করছেন,মিশরের শায়েখ ক্বারী মুহাম্মাদ আহমাদ মুহাম্মদ আব্দুল হাফিজ আদ্দুরুনকী,তানজানিয়ার শায়েখ ক্বারী রেজাই আইয়ুব, দক্ষিণ আফ্রিকার শায়েখ ক্বারী ফারদান আদম,পাকিস্তানের শায়েখ ক্বারী সালমন হাবিব ও শায়েখ ক্বারী মুহাম্মাদ জিসান হাবিব,বাংলাদেশের শায়েখ আহম্মেদ বিন ইউসুফ আল আজহারী,বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান প্রমুখ।

মানিকগঞ্জের ইতিহাসে অন্যতম বৃহৎ এ ক্বেরাত সম্মেলনে জেলার বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার ইসলাম প্রিয় জনতা পিনপতন নীরবতার মধ্য দিয়ে মনমাতানো সূরের কালামে পাকের এ তেলাওয়াত শুনছেন। তেলাওয়াত চলেছে গভীর রাত পর্যন্ত। এসময় সরকারি দেবেন্দ্র কলেজের মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কোরআনের শ্রোতায়। মানিকগঞ্জের ইতিহাসে এ এক অভুতপূর্ব দৃশ্য, যা মানিকগঞ্জবাসী ইতিপূর্বে খুব কমই দেখেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury