স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীতে ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কলেজের ক্যাম্পাসে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেহেনা মজুমদার মুক্তি, জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিপ ইন্সট্রাক্টর মাকসুদুর রহমান, চিপ কম্পিউটার ইন্সট্রাক্টর জাকির হোসাইন খান, বাংলা ইন্সট্রাক্টর মানসুর রহমান, গণিত ইন্সট্রাক্টর মো. হোসেন আলীসহ অন্যান্য শিক্ষকগণ।
লটারীতে ষষ্ঠ শ্রেণীতে ৬০ সিটের বিপরীতে ৫০৩ তিন জন আবেদন করে এবং ৯ম শ্রেণীতে ৩২০ সিটের বিপরীতে ১২৯৪ জন শিক্ষার্থী আবেদন করে।
আগামী ২৯ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। তবে অনেক শিক্ষার্থী তাদের কাক্ষিত ভর্তি হতে না পেরে মনক্ষুন্ন হয়। তাদের মতে মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তির সুযোগ পেলে তারাও এখানে পড়ালেখার সুযোগ পেতেন। তাই অনেক শিক্ষার্থী পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবি জানান।