নুসরাত জাহান তনিমা :
আলহাজ্ব সুলতানুল আজম খান আপেলকে মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ৪ নং ওয়ার্ডের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রাতে মত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষেদ মহাসচিব অলিয়ার রহমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওলামা মাশায়েক পরিষদের মহাসচিব ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: বশির রেজা, মানিকগঞ্জ ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আয়নাল হক, বাজার বণিক সমিতির সহ সভাপতি হানিফ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহাবুবুল হক খান খালিদ, মানিকগঞ্জ জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহিলা কমিটি সভাপতি শুভ্রা খান মজলিশ, সাধারন সম্পাদক শিরিন আক্তার মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম, আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, বীরমুক্তিযুদ্ধা মুহাম্মদ আব্দুস সামাদ, কবি প্রফেসর হান্নান আনছারী, এ্যাড:ফারুক আহম্মেদ ফিলিপ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি বাবুল বেপারী, জেলা যুবলীগ নেতা মিঠু সরকার, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো: নাদিম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সরকার, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য আসিবুল ইসলাম ত্রোয়, বদর উদ্দিন মাতাব্বর,আইজুদ্দিন মাতাব্বর,তিস্তা দত্তো,খোরশেদ আলী মাতাবর,মো: তারা মিয়া মাতাবর,মুহাম্মদ আব্দুল আলী, মুহাম্মদ হেলমেস, মুহাম্মদ কাইমুল ইসলাম টুটুল, ডাক্তার জহির আরসাদ, মানিকগঞ্জ নবদিগন্ত পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেক, যুগ্ম সাধারন সম্পাদক তুষার কর্মকার তেজেন, যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন শিমুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, শিল্পী ইউসুফ আলী প্রমুখ।
সুলতানুল আজম খান আপেল বলেন, ১ম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কাঙ্খিত উন্নয়ন হয়নি মানিকগঞ্জ পৌরসভায়। আমি দলের মনোনয়ন পেলে মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক মডেল
পৌরসভায় রুপান্তরিত করবো। পৌরবাসীর সুখে দুখে তাদের পাশে থেকে সেবা করে যাব। পৌর এলাকার কোন রাস্তা চলাচলের অযোগ্য থাকবেনা। প্রতিটি রাস্তা আলোয় ঝলমল করবে। লাশ বহন এবং অসুস্থ মানুষদের হাসপাতালে নেওয়ার জন্য চালু ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স চালু রাখা হবে। ডিজিটাল বাংলাদেশে আমাদের পৌরসভাও ডিজিটাল হবে। পৌরবাসীর যে কোন প্রয়োজন ও সমস্যায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুমের ফোন চালু থাকবে। গরিব অসহায় পৌরবাসীদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।
পৌর এলাকার মার্কেট, দোকান পাট ও রাস্তাঘাটে মা-বোনেরা নিরাপত্তা নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মহোদয়ের দিকনিদের্শনায় আপনাদের সকলকে সাথে নিয়ে আমরাও শেখ হাসিনার উন্নয়নের মিছিলে যোগ দিতে চাই।