স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের শিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দুইদিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ‘স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক মেলায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহসান হাবিব।
এ সময় বক্তব্য রাখেন বিসিএসআইয়ার অফিসার গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. হাই মিল্টন, শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জর ,জেলা কৃষি অফিসার মো. রিয়াজুর রহমান প্রমুখ । মেলায় বিভিন্ন স্টল স্থাপন করা হয়।