মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের এলজিএসপি-৩ এর আওতায় গত সোমবার বিকেলে বাল্য বিবাহ ও মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যােলয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশীদ প্রমুখ। এ অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম ফেরদৌস অভিবাভকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তনরা কথায় যায়, কার সাথে মিশে, কি করে খোজ খবর রাখবেন। গাইড লাইনের অভাবে অনেক সময় সন্তনরা বিপদখামী পথে চলে যায়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসন সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই দেশকে মাদকমুক্ত করা সম্ভব হবে।