স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দৌলতপুর প্রাথমিক শিক্ষা পরিবারের করোনীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে পরিষদ অডিটোরিয়ামে দৌলতপুর প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা।
সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।