1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

দরিদ্র দেশে ১০ জনে এক জন টিকা পেতে পারে আগামী বছরের শেষে

  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৪২ বার দেখা হয়েছে

ধনী দেশগুলো তাদের জনসংখ্যার তিন গুণ বেশি করোনার টিকা কিনছে। এর ফলে করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়ছে। বুধবার আন্তর্জাতিক টিকা পর্যবেক্ষণ সংস্থা পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বের ৬৭টি দরিদ্র দেশের প্রতি ১০ জনের মধ্যে মাত্র এক জন আগামী বছরের শেষ নাগাদ টিকা পেতে পারে বলে আশা করা যায়। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে ধনী দেশগুলো তাদের প্রয়োজন অনুযায়ী টিকা শুধু সংগ্রহই শুরু করেনি, বরং উদ্বৃত্ত টিকাও নিশ্চিত করে ফেলেছে। বিশ্বের মাত্র ১৪ শতাংশ জনগোষ্ঠী সবচেয়ে সম্ভাবনাময় টিকাগুলোর অর্ধেকের বেশি কিনে ফেলেছে।

ভ্যাকসিন অ্যালায়েন্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে তাদের প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভাগাভাগির অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে করোনার এই মহামারি কালে অর্থনৈতিক বৈষম্য বন্ধে উন্নয়নশীল দেশগুলোতে টিকা পাঠাতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফামের স্বাস্থ্যনীতি ব্যবস্থাপক আনা ম্যারিয়ট বলেছেন, ‘যে দেশে বাস করে সেই দেশের জন্য কিংবা তাদের পকেটে কত টাকা আছে সেই হিসেবে কাউকে জীবনরক্ষাকারী টিকা প্রাপ্তি বন্ধ করা যাবে না।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury