নতুন কৃষি আইনের বাতিলের দাবিতে ভারতের কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করছে। কৃষকদের প্রবেশ ঠেকাতে পুলিশ দিল্লি-জয়পুর মহাসড়ক বন্ধ করে দিয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, রোববার কৃষকদের বিক্ষোভ ১৮তম দিনে গড়িয়েছে। এর মধ্যে সরকারের সঙ্গে কৃষক নেতাদের কয়েক দফা আলোচনা হয়েছে। বিজেপি সরকার কৃষি আইন বাতিল করবে না বলে সাফ জানিয়েছে। আর কৃষকরাও শনিবার অনশনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
রোববার দুপুরের দিকে কৃষকরা চিল্লা এলাকায় দিল্লি-নদিয়া সীমান্ত থেকে পুলিশের অবরোধ সরিয়ে ফেলে। এরই মধ্যে হাজার হাজার কৃষক হরিয়ানার রেওয়ারি সীমান্তে পৌঁছে যায়। রাজ্যে প্রবেশ ঠেকাতে পুলিশ দিল্লি-জয়পুর মহাসড়ক বন্ধ করে দেয়।
কৃষক নেতারা জানিয়েছেন, কৃষি আইন বাতিলের দাবিতে তারা আগামীকাল দেশব্যাপী বিক্ষোভের পরিকল্পনা করছেন।