মিশরে করোনা রোগীদের চিকিৎসা চলছে এমন একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী কায়রোর ওই হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
কায়রো থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল ওবুর এলাকায় মিসর আল আমাল হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে রোগীদের সরিয়ে কায়রোর একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে মিশরে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪৩ জন।