1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

ট্রাম্পের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কিনছে জার্মানি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিজেদের নাগরিকদের চিকিৎসায় ব্যবহার করতে যাচ্ছে জার্মানি। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জিনস স্পাহন এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্পের ওপর প্রয়োগ করা পরীক্ষামূলক অ্যান্টিবায়েটিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ইউরোপে ইউনিয়নের মধ্যে জার্মানিই প্রথম দেশ।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে স্পাহন বলেছেন, ‘সরকার ৪৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দিয়ে দুই লাখ ডোজ কিনেছে।

তিনি জানান, আগামী সপ্তাহগুলোতে অ্যান্টিবডি ককটেলগুলো বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোতে পাঠানো হবে। অবশ্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম জানাননি স্পাহন। গত অক্টোবরে করোনায় আক্রান্তের পর ট্রাম্পকে যে ওষুধ দেওয়া হয়েছিল এটি সে-ই ওষুধ বলে তিনি নিশ্চিত করেছেন।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এগুলো পরোক্ষ টিকার মতো কাজ করে। প্রাথমিক পর্যায়ে রোগীকে এই অ্যান্টিবডি দেওয়া হলে পরিস্থিতি গুরুতরের দিকে যাওয়া এড়ানো সম্ভব।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury