দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিল, সৌদি আরব ও মরক্কোতে টিকা নির্ধারিত সময়ে পাঠাতে পারছে না ভারতের সিরাম ইনিস্টিটিউট। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ ভারত। দেশটির সিরাম ইনিস্টিটিউটের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করছে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা।
সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ভারতে। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ১৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
ভারতের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের কাছে এক কোটি ডোজ কেনার আদেশ দিয়েছিল যুক্তরাজ্য। সম্প্রতি পাঁচ লাখ টিকা দেশটিকে সরবরাহ করা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্রাজিলে ৪০ লাখ, সৌদি আরবে ৩০ লাখ এবং মরক্কোতে ৭০ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। এই তিনটি দেশই দুই কোটি ডোজ করে টিকা কেনার আদেশ দিয়েছিল।
টিকা সরবরাহে বিলম্বের ব্যাপারে ভারতের সিরাম ইনিস্টিটিউট কোনো মন্তব্য করেনি।
/মহিদ