স্টাফ রিপোর্টার:
বিশ্ব এখন মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ২৩৪ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ লাখ ৮৫ হাজার ৪৬৭ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৮ হাজার ৯২ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১৮০ জনের।
অন্যদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন।
এছাড়া, এখন পর্যন্ত ফ্রান্সে ৫১ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯৯ হাজার ৭৭৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৬৬ হাজার ২০৯ জন, মারা গেছেন ১ লাখ ৪ হাজার জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৭৮ হাজার ৩০৫ জন, মারা গেছেন এক লাখ ২৭ হাজার ১৬১ জন। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৯ হাজার ১৯৩ জন, মারা গেছেন এক লাখ ১৫ হাজার ৫৫৭ জন। তুরস্কে ৪০ লাখ ২৫ হাজার ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন, দেশটিতে মারা গেছেন ৩৪ হাজার ৭৩৪ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার ২২ জন, মারা গেছেন ৭৬ হাজার ৭৫৬ জন। জার্মানিতে ৩০ লাখ ৬৪ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছেন, আর প্রাণ হারিয়েছেন ৭৯ হাজার ৮১৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।