ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের সঙ্গে যাত্রিবাহী বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে হংকং। সোমবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন অর্থাৎ ৩ মে পর্যন্ত বহাল থাকবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মূলত ভারতে ছড়িয়ে পরা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ভয়ে ১৪ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে হংকং। পাশাপাশি এই তিনটি দেশকে করোনাভাইরাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে কারণে এই তিন দেশ থেকে যেসব যাত্রীরা রোববার রাতে ২ ঘণ্টার মধ্যে হংকংগামী ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তাদের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
হংকংয়ের প্রশাসনিক নিয়ম অনুযায়ী সাতদিনের মধ্যে বিভিন্ন দেশ থেকে যেকোনো ফ্লাইটে আসা পাঁচ কিংবা তার অধিক ব্যক্তি করোনা আক্রান্ত হলে সেই দেশের সকল ফ্লাইট ১৪ দিনের জন্য নিষিদ্ধ করা হবে।
হংকং সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন সম্প্রতি তাদের কমিউনিটিতে করোনার নতুন রূপে আক্রান্ত একজন ব্যক্তি শনাক্ত হয়েছেন। সে কারণে দেশ ও জনগনের স্বার্থে সরকার নতুন নিয়ম ও নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে।