স্টাফ রিপোর্টার:
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ হাজার ৭০৫ জন মারা গেছেন। এ নিয়ে মহামারি এই ভাইরাসে প্রাণ গেলো ৩২ লাখ ৮৩ হাজার ৮৯৯ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (৮ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। এক দিনে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ২৫৯ জন।
করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে আছে ভারত। শুক্রবার (৭ মে) দেশটিতে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৩২৬ জনে। আর প্রাণ গেছে ৪ হাজার ১৯৪ জনে। ভারতের পর একদিনে করোনা বেশি শনাক্ত হয়ছে ব্রাজিলে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে মারা গেছেন ২ হাজার ২১৭ জন। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।