1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

জেলখানার মোড়ে অর্থাভাবে ঈদ কাটালেন কাঙ্গালিনী সুফিয়া

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

 স্টাফ রিপোর্টার :

‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’—এমন অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। কুষ্টিয়ার জেলখানা মোড়ের একটি আশ্রয় কেন্দ্রে থাকেন তিনি। সেখানেই তার এবারের ঈদ কেটেছে।

করোনার প্রকোপ আর অসুস্থতার কারণে ঘরে পরে আছেন এই শিল্পী। যেখানে ওষুধ ও খাবারের টাকা নেই, সেখানে ঈদ আনন্দ দুস্কর। আলাপকালে এমনটাই জানান কাঙ্গালিনী সুফিয়া।

তিনি বলেন, ‘জেলখানার মোড়ে সরকারের দেওয়া ঘরে আছি। আমার শরীর বেশি ভালো না। ওষুধ ফুরিয়ে গেছে। হাতে টাকা পয়সা নেই। ওষুধ কিনে খেতে পারছি না৷ করোনার কারণে কোথাও বের হতে পারছি না। হার্টের সমস্যা, প্রেসার, কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছি।’

কাঙ্গালিনী সুফিয়া গানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। ঈদের কেনাকাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের কেনাকাটা করব কি দিয়ে, পয়সা কড়ি নেই। কিছু কেনাকাটা করতে পারিনি। খাবার ও ওষুধ কেনার টাকা নেই সেখানে ঈদের কেনাকাটা কীভাবে করি? শিল্পীদের কোনো মূল্য নেই। আমি সালোয়ার কামিজ পরে থাকি। তা দেখে কেউ কেউ হাসে। শাড়ি কেনার টাকা নেই।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury