স্টাফ রিপোর্টার :
মহামারি করোনায় বিপর্যস্ত ভারত। প্রতিদিন লাখ লাখ লোকের করোনা শনাক্ত হচ্ছে। প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। দেশটিতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৪ হাজার ৩২৯ জন। যা এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০৫ জন মারা যান।
গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন করোনা শনাক্ত হয় ২ লাখ ৮১ হাজার জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১৮ মে) সকাল পর্যন্ত ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জন।
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমেছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও বেশি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৩৩ জন মারা গেছেন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন। আর মারা গেছেন ১২ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।