স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের রত্নদিয়া, চর বংখুরী ও ভাড়ারিয়া ইউনিয়নের কালীগঙ্গা গুচ্ছগ্রাম , দক্ষিণ চৈল্লা ও চর বালিরটেক গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে হাটিপাড়ার রত্নদিয়া ও ভাড়ারিয়ার চর বালিরটেক গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। অনুষ্ঠানে হাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডিজিএম মোঃ তাজুল ইসলাম, হাটিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন ও ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। ১ কোটি ৪২ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে ৯.২৬ কিঃ মিঃ বিদ্যুৎ লাইন নির্মাণ করেন মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি। এতে ২৭৫ জন নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পান।