1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

ব্ল্যাক ফাঙ্গাসের ভুয়া ওষুধ: চিকিৎসকসহ আটক ১০

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

আটক ব‌্যক্তিরা


আমার নিউজ ডেস্ক,

ব্ল্যাক ফাঙ্গাসের ভুয়া ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে দুই চিকিৎসকসহ ১০ জনকে আটক করেছে দিল্লির পুলিশ।

সোমবার (২১ জুন) দ‌্যা হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে মহামারি করোনার এই পরিস্থিতে উদ্বেগ বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। এই পরিস্থিতির মধ‌্যে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন-বি ইঞ্জেকশন ও ৩ হাজার ২৯৩ ভুয়ো ইঞ্জেকশন জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে মোট ১০ জনকে। এরমধ্যে দুই জন চিকিৎসক রয়েছেন। দক্ষিণপূর্ব দিল্লিতে ডা. আলতামাস হুসেইনের বাড়ি থেকে ভুয়া ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়।

দিল্লি ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি মনিকা ভরদ্বাজ বলেছেন, ‘উদ্ধার হওয়া বেশিরভাগ ইঞ্জেকশনই ব্ল্যাক ফাঙ্গাসের রোগের চিকিৎসায় লাগে। বেশ কয়েকটি রেমডিসিভির ইঞ্জেকশনও রয়েছে। এগুলোর বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।’

পুলিশ জানিয়েছে, এই জালিয়াত চক্রের সঙ্গে জড়িত আটক ব‌্যক্তিদের প্রত্যেকের কর্মস্থল যাচাই করা হচ্ছে। এছাড়া, আটক চিকিৎসকদেরও ডিগ্রি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury