1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

মালয়েশিয়ার টিকাদান কেন্দ্রের ২ শতাধিক কর্মীর করোনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার একটি টিকাদান কেন্দ্রের দুই শতাধিক কর্মী করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় করোনার ব্যাপক সংক্রমণ ঘটছে। দেশটিতে গত জুন থেকে লকডাউন চলছে। দেশটির মোট জনসংখ্যার ১১ শতাংশ টিকার দুই ডোজ এবং ২৫ শতাংশ এক ডোজ পেয়েছেন।

টিকাদান প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খাইরি জামালউদ্দিন জানিয়েছেন, সেলাঙ্গর রাজ্যের একটি টিকাদান কেন্দ্রের ৪৫৩ জন কর্মীর মধ্যে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে আক্রান্তের লক্ষণ গুরুতর নয়।

তিনি জানান, ৪০০ কর্মীকে টিকা দেওয়া হয়েছিল। তবে এদেরকে কোন প্রতিষ্ঠানের টিকা দেওয়া হয়েছে তা জানাননি তিনি।

মালয়েশিয়া ফাইজার, মডার্না ও চীনের সিনোভ্যাকের টিকা ব্যবহার করছে।

খাইরি জামালউদ্দিন বলেন, ‘এবারই প্রথম পজিটিভ সংক্রমণের কারণে আমরা কোনো কেন্দ্র বন্ধ করলাম, তবে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury