আমার নিউজ ডেস্ক,
ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টির জেরে দেয়াল চাপায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ও রোববার সকালে চেম্বুর ও ভিকরৌলি এলাকায় এ ঘটনা ঘটেছে।
মুম্বাই নগর কর্তৃপক্ষ জানিয়েছে, চেম্বুরের ভরত নগর অঞ্চলে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। দেয়াল লাগোয়া কয়েকটি ঝুপড়ি ছিল। সেগুলোর ওপর হঠাৎ ভেঙে পড়ে দেয়ালটি। মুম্বাই পৌরসভার কর্মীরা ও দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকালে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
কয়েকদিন ধরেই মুম্বাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।