আমার নিউজ ডেস্ক,
দাবদাহের কারণে হাফপ্যান্ট পরে স্কুলে আসা নিষিদ্ধ করার প্রতিবাদে মেয়েদের স্কার্ট পরে স্কুলে এসেছে যুক্তরাজ্যের এক দল কিশোর। মঙ্গলবার ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
এই দলটির নেতা হচ্ছেন, ১৫ বছরের আদ্রিয়ান কপ। কর্নওয়েলের অস্টেল এলাকার পোলটাইর স্কুলের ১০ম শ্রেণির ১২ জন শিক্ষার্থী আদ্রিয়ানের নির্দেশনা মেনে চলছে। তাদের ভাষ্য, এটি স্কুল কর্তৃপক্ষের সেকেলে ইউনিফর্ম নীতি।
ডেইলি মেইল জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাজ্যে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ কারণে মাধ্যমিক স্কুলটিতে শিক্ষার্থীদের হাফপ্যান্ট না পরার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য যে কোনো লিঙ্গের শিক্ষার্থীকে স্কার্ট পরার অনুমতি দেওয়া হয়েছে।
আদ্রিয়ান ও তার দুই বন্ধু সারা সপ্তাহ প্যান্টের পরিবর্তে স্কার্ট পরার পরিকল্পনা করেছে। তারা চায় বাকী শিক্ষার্থীরাও যেন তাদের মতো করেই স্কার্ট পরে।
আদ্রিয়ান বলেছেন, ‘আমার কাছে এটা ব্যাপক মজার। এই গরমে ট্রাউজার পরা সত্যিকারার্থে অস্বস্তিদায়ক।’
আদ্রিয়ান ও তার বন্ধুদের এই কর্মকাণ্ডে শিক্ষকরা অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো কাছে এটা জগাখিচুড়ির মতো বিষয় ও বিরক্তিকর। কেউ কেউ অবশ্য উৎসাহ দিয়েছেন এই কিশোরদের।