1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ ছাড়ালো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে বিশ্বে ৪৪ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৫ হাজার ২২১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৯১ হাজার ৮০৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৮২ লাখ ৯ হাজার ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪৩৩ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৮৮৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৫৯ হাজার ৪৪৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৮৮৬ জন। ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে মোট ২ কোটি ৪৫ লাখ ৭ হাজার ৮৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৬৬২ জনের। ভারতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৯০৭ জন। মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ১৬ হাজার ২২৪ জন।

বাংলাদেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনের। ২৪ ঘণ্টায় করোনায় ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury