মোঃ হাবিবুর রহমান :
বর্তমান পৃথীবিতে কার্বন নিঃসরণ ব্যপক হারে বেড়ে গেছে। পরিবেশের ভারসাম্য দ্রুত নষ্ট হয়ে পড়ছে। যেকোনো দেশের ভূমির মোট পরিমানের ২৫ শতাংশ গাছগাছালি থাকা অপরিহার্য। সেক্ষেত্রে বাংলাদেশে গাছগাছালির পরিমাণ মাত্র ১৬ শতাংশ। আইনের প্রয়োগ না থাকায় নিজের স্বার্থে মানুষ নির্বিচারে গাছপালা ধ্বংস করছে।
গাছপালার অতি প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরে মানিকগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ ফর ব্লাড’। গত ১৮ তারিখ সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় গাছ রোপন করা হয়, সেই সাথে সারও প্রয়োগ করা হয়। এরই সাথে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়।
‘লাভ ফর ব্লাড’ এর সদস্যরা ঔষোধি ও ফলজো গাছে গুরুত্ব দিয়েছে এর মধ্যে কাঠবাদাম,মেহোগনি ,জলপাই,
কৃষ্ণচোরা, আম,নিম,শিমুল,তেতুল,পিয়ারা,কাঠা
লাভ ফর ব্লাডের আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনমাধ্যম কর্মী, পাবলিক হেলথ কেয়ার মসজিদের খতিব, লাভ ফর ব্লাডের সভাপতি মুশফিকুর রহমান নিবিড়, সাধারণ সম্পাদক সুমন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে নাভীদ অনন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভিক আহসান এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা গাছ লাগান পরিবেশ বাচান চেতনাটি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রচেষ্ঠা করেন।
লাভ ফর ব্লাডের সভাপতি মুশফিকুর রহমান নিবিড় বলেন, সমাজ এবং দেশের ভালো কিছু করার প্রত্যয় নিয়েই আমাদের সংগঠনের সৃষ্টি। এজন্যই আমরা সংগঠনের পক্ষ থেকে ছোট একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে নাভীদ অনন এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভিক আহসানের নেতৃত্বে আমরা সফল হয়েছি।
সাধারণ সম্পাদক সুমন মোল্লা বলেন, লাভ ফর ব্লাড সংগঠনটি এর আগেও মানিকগঞ্জের দিঘী ইউনিয়নে ১১০ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করায়,মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ও ঈঁদুল আযহা উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ঈঁদ সামগ্রী বিতরণ করেন। সবমিলিয়ে সংগঠনটি সামাজিক কাজে দূর্বার গতিতে এগিয়ে চলছে।
শুসিল সমাজের প্রতিনিধি ও সাধারন মানুষ ‘লাভ ফর ব্লাড’ এর কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে দোয়া রাখে ‘ লাভ ফর ব্লাড বহুদুর এগিয়ে যাবে।