মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের সদর উপজেলার মিতরা গ্রামে বাল্য বিয়ের দায়ে বর মনির হোসেনকে (২১) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের বাবা ও কনের বাবাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। আর সুযোগ বুঝে পালিয়ে যান বিয়ের কাজী।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখি, একটু পরে বিয়ে পড়ানো হবে। তখন কনের জন্মসনদ, বরের ভোটার আইডি কার্ড চেক করার সময় ভিড়ের মধ্যে কাজী সটকে পড়েন। মেয়ের জন্মসনদ অনলাইনে ও ইউনিয়ন পরিষদে ভেরিফাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে কনের বয়স ১৬ বছর বলে স্বীকার করেন তার বাবা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পুলিশের সদস্যরা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহযোগিতা করেন।