এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও পৌর আওয়ামীলীগের কার্যকরী সদস্য ফজলুর রহমান ফজলের মৃত্যুতে শোক সভা করেছে পৌরসভার কাউন্সিলগণ। মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুব লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ৩ নং ওয়ার্ডের কাউন্সিল তছলিম মিয়ার সঞ্চালনায় এই শোক সভা হয়।
বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌর মিলনায়তনে সভায় আরোও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ বেল্লাল হোসেন, সচিব মোঃ বজলুর রহমান, ৪ নং ওয়ার্ডের কাউন্সিল আরশেদ আলী বিশ্বাস, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিল ডাঃ জেসমিন আক্তার, ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিল রাজিয়া সুলতানা, ১ নং ওয়ার্ডের কাউন্সিল আবুল কালাম আজাদ মাস্টার, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম কুইন্টা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মো নাহিদ, পৌরসভার সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, পৌর কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষক মোঃ আওলাদ হোসেন, স্বাস্থ্য শাখার সেনেটারী ইন্সপেক্টর মীর জসীম উদ্দিন প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, ফজলুর রহমান ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ।তিনি সততা ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে পৌর পরিষদসহ পৌরবাসী শোকাহত।
শোক সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গতকাল বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সভায় তিনি তার কর্মীদের নিয়ে যোগদান করে। কিছুক্ষন পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।