1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে মিথ্যুক বললো ফ্রান্স

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার দেখা হয়েছে

নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠন নিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র মিথ্যা বলেছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন ইভস লি ড্রিয়ান এ অভিযোগ করেছেন।

বুধবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট ‘অকাস’ গঠন করেছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে নতুন এই নিরাপত্তা জোট গঠন করা হয়েছে। জোটের চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর ফলে ২০১৬ সালে প্রচলিত সাবমেরিন বহর নির্মাণে ফ্রান্সের সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের যে চুক্তি করা হয়েছিল, অস্ট্রেলিয়া তা বাতিল করে দিয়েছে। আর এতেই ক্ষেপেছে ফ্রান্স। এর প্রতিক্রিয়ায় দেশটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে।

ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী জিন ইভস লি ড্রিয়ান অভিযোগ করেছেন, এই চুক্তির মাধ্যমে তিনটি দেশ ‘দ্বিমুখিতা, বিশ্বাসের লঙ্ঘন ও তাচ্ছিল্য করেছে।’

তিনি বলেছেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার যে বিষয়টির ব্যাপারে আলোচনার জন্য আমাদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে সেটি গুরুতর রাজনৈতিক পদক্ষেপ, যেটি আমাদের দেশগুরোর মধ্যে বিদ্যমান সংকটকে দেখাচ্ছে।’

অবশ্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে দোষারোপ করলেও চুক্তির আরেক পক্ষ যুক্তরাজ্যের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না ফ্রান্স।

জিন ইভস লি ড্রিয়ান বলেছেন, যুক্তরাজ্য এক্ষেত্রে দ্রুত তার সুবিধা নিয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury